|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ণ

ভারত থেকে ভেসে আসা কাঠের সঙ্গে সাপও আসছে, আতঙ্কে চিলমারীর নদীতীরের মানুষ।


ভারত থেকে ভেসে আসা কাঠের সঙ্গে সাপও আসছে, আতঙ্কে চিলমারীর নদীতীরের মানুষ।


নাজমুস সাকিব,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সম্প্রতি ভারত থেকে ভেসে আসছে প্রচুর গাছ ও কাঠখড়ি। প্রতিদিনই তিস্তা ও ব্রহ্মপুত্র নদে ভাসমান এসব কাঠ ধরতে নদীতীরের মানুষ নেমে পড়ছেন নৌকা নিয়ে। তবে এবার সেই কাঠের সঙ্গে ভেসে আসছে বিষাক্ত সাপও—যা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক।
 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ভারতের দিক থেকে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে স্রোতের তোড়ে নদীতে গাছপালা ও ঝোপঝাড় ভেসে এসেছে। সেই সঙ্গে বনাঞ্চলের সাপগুলোও স্রোতে ভেসে সীমান্ত পেরিয়ে চিলমারী পর্যন্ত চলে আসছে।
 

চিলমারীর  নদীতীরবর্তী এলাকাগুলোতে প্রতিদিনই ভেসে আসা কাঠ ধরার সময় কেউ কেউ সাপের মুখোমুখি হচ্ছেন। স্থানীয় কৃষক আলম বলেন, “নদীতে কাঠ ধরতে গেছিলাম, এক গাছের নিচে বড় একটা সাপ দেখি। ভয় পেয়ে নৌকা ঘুরিয়ে ফেললাম।”
 

অন্যদিকে, কাঠ ধরার লোভে অনেকেই ঝুঁকি নিয়েই নদীতে নামছেন। এসব কাঠ বিক্রি করে কিছু আয় হয়, তাই বিপদের মধ্যেও তারা পিছু হটছেন না।
 

নদীপাড়ের মানুষ এখন কাঠ ধরার পাশাপাশি সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে। তবুও জীবিকার টানে তারা নদীতীরেই কাট সংগ্ৰহ করছে। এতে চিলমারী নদীতীরের চিত্র যেন এক ধরনের উৎসবমুখর হয়ে উঠেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫