কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২ বাংলাদেশি

ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন নেত্রকোণার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) এবং অপরজন কসবা উপজেলার পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। বর্তমানে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদের ওপর গুলি চালায়। এ ঘটনায় আহতদের মুখ, হাত এবং শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম।
লে. কর্নেল জাবের বিন জব্বার আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আহতদের চিকিৎসার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫