|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৪ ০৩:২৫ অপরাহ্ণ

কোটা আন্দোলন: ডিএমপি অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত


কোটা আন্দোলন: ডিএমপি অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত


ঢাকা প্রেস নিউজ


সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল গণসংযোগ কর্মসূচি চালানোর পর আজ আবারও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর ব্যানারে বাংলা ব্লকেড এর ডাক দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের এই কার্যক্রম সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোন পরিস্থিতিতে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে সব প্রস্তুতি নেওয়া আছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

 


 

আন্দোলনকারীদের অবস্থান: আন্দোলনকারীরা 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'- এর ব্যানারে বাংলা ব্লকেড এর ডাক দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে আছেন। শাহবাগসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে পূর্ব ঘোষিত দিনব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
 

পুলিশের অবস্থান: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আন্দোলনকারীদের সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। যেকোন পরিস্থিতিতে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আন্দোলনের নামে কোনো ধরনের অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে।

 

আপিল বিভাগ হাইকোর্টের কোটা বহাল রাখার রায়ে এক মাসের স্থিতাবস্থা দিয়েছে। সরকার এখনও নমনীয় নীতি অবলম্বন করছে। ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেছেন, পরিস্থিতি অনুযায়ী পুলিশ পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫