|
প্রিন্টের সময়কালঃ ২৯ জুলাই ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জুলাই ২০২৫ ০১:২৪ অপরাহ্ণ

হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ৬ জন নিহত, বহু আহত


হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ৬ জন নিহত, বহু আহত


অনলাইন ডেস্ক:-

 

ভারতের হরিদ্বারে অবস্থিত মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ছয়জন ভক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে আজ রোববার সকালে।
 

হরিদ্বার জেলা পুলিশের সিনিয়র পুলিশ সুপার প্রমেন্দ্র সিং ডোবাল জানান, পদদলিত হয়ে আহত অন্তত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।
 

তিনি আরও জানান, মন্দির চত্বরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন ছড়ানোর গুজব ছড়িয়ে পড়ে। এতে ভক্তদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং অনেকে পদদলনের শিকার হন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই বিশৃঙ্খলা শুরু হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ও দমকল কর্মীরা।
 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, "মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি শোকাহত।"
 

তিনি আরও জানান, এসডিআরএফ, স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছেন।
 

শেষে তিনি বলেন, "সব ভক্তের নিরাপত্তার জন্য দেবী মাতার কৃপা কামনা করছি।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫