|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় 


কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় 


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে নবাগত জেলাপ্রশাসক নুসরাত সুলতানার সাথে কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।
 

 

এ সময় দিনি বলেন খাদ্য উদ্বৃত্ত জেলা কুড়িগ্রাম কেন দারিদ্রপীড়িত জেলা হিসেবে ৬৪ তম অবস্থানে থাকবে। কেন আমরা এই জেলাকে উন্নয়ন করে উপরের দিকে নিয়ে যেতে পারছি না। জেলার উন্নয়নের জন্য কর্মসংস্থান বাড়ানো, কারিগরি শিক্ষা গ্রহন করে বিদেশে কর্মী পাঠানো, বাল্য বিবাহ প্রতিরোধ সহ মানসম্মত শিক্ষার উপর গুরুত্ব দেন।

 

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বরমান হোসেন, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সম্পাদক খালেক ফারুক, সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, সাংবাদিক আশরাফুল হক রুবেল, সাংবাদিক ইউসুফ আলমগীর, একরামুল হক সম্রাট, সাংবাদিক টিউটর, সাংবাদিক স্বপন, সাংবাদিক আনোয়ার সাঈদ তিতু'সহ প্রেসক্লাবের সদস্যরা।

 

এ সময় চর, নদী, কর্মসংস্থান, বাল্যবিবাহ, মাদক, চোরাচালান বন্ধ সহ কুড়িগ্রামের নানা সমস্যা, সম্ভাবনা ও উত্তরন বিষয়ে সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসক কুড়িগ্রামের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫