|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৫:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৫ ০২:৪২ অপরাহ্ণ

পোপ ফ্রান্সিস আর নেই


পোপ ফ্রান্সিস আর নেই


অনলাইন ডেস্ক:-

 

বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
 

ভ্যাটিকান নিউজ সার্ভিস জানিয়েছে, তিনি ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি প্রথম প্রকাশ করে বিবিসি।
 

ভ্যাটিকানের মুখপাত্র কার্ডিনাল কেভিন ফারেল এক বিবৃতিতে বলেন, "পোপ ফ্রান্সিস তাঁর পুরো জীবন প্রভু এবং গির্জার সেবায় উৎসর্গ করেছিলেন। তাঁর নেতৃত্ব, বিনয় ও মানবতার বার্তা বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস ছিল।"
 

মৃত্যুর মাত্র একদিন আগেও পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো ভক্তের উদ্দেশ্যে “শুভ ইস্টার” বার্তা প্রদান করেন—এটাই ছিল জনসম্মুখে তাঁর শেষ উপস্থিতি।
 

পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরে খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫