|
প্রিন্টের সময়কালঃ ৩০ জুলাই ২০২৫ ০৮:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ণ

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা


ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী:

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই

  • আপত্তি জানানোর সময়সীমা: ৬ আগস্ট বিকেল ৪টা

  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট বিকেল ৪টা

  • মনোনয়নপত্র বিতরণ: ১২-১৮ আগস্ট, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা

  • মনোনয়নপত্র জমাদান শেষ সময়: ১৯ আগস্ট দুপুর ৩টা

  • মনোনয়ন যাচাই-বাছাই: ২০ আগস্ট

  • প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: ২১ আগস্ট দুপুর ১টা

  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট দুপুর ১টা

  • চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৬ আগস্ট বিকেল ৪টা

  • ভোটগ্রহণ: ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা

  • ফলাফল ঘোষণা: একইদিন ভোট গণনার পর, হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসুর ফলাফল সিনেট ভবনে ঘোষণা করা হবে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, পরিচয়পত্র বা পে স্লিপ ছাড়া কেউ ভোট দিতে পারবে না

ভোটকেন্দ্র বিন্যাস (প্রথমবারের মতো নির্ধারিত):

নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম রাব্বানী জানান, এবার প্রথমবারের মতো ভোটারদের হলভিত্তিক ভাগ করে ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে:

  1. কার্জন হল কেন্দ্র:

    • ড. মুহম্মদ শহীদুল্লাহ হল

    • অমর একুশে হল

    • ফজলুল হক হল

  2. শারীরিক শিক্ষাকেন্দ্র:

    • জগন্নাথ হল

    • শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

    • সলিমুল্লাহ মুসলিম হল

  3. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি):

    • রোকেয়া হল

    • শামসুন নাহার হল

    • কবি সুফিয়া কামাল হল

  4. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র:

    • বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল

    • শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

  5. সিনেট ভবন কেন্দ্র:

    • স্যার এ এফ রহমান হল

    • হাজী মুহম্মদ মহসীন হল

    • বিজয় একাত্তর হল

  6. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র:

    • মাস্টার দা সূর্য সেন হল

    • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

    • শেখ মুজিবুর রহমান হল

    • কবি জসীম উদ্দীন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচন সবসময়ই গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫