ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম নগরী

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল আর বিক্ষোভে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের টাইগারপাস এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে হাজারও মানুষ অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, "ইসকন দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। ৫ আগস্ট আমরা দেখেছি, ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে দাড়িওয়ালা-টুপিওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন। তারপরও উগ্র হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে।"
তিনি আরও বলেন, "ভারত থেকে ষড়যন্ত্র করলেও স্বৈরাচারী চক্রান্ত রুখে দেওয়া হবে। বাংলাদেশ সব ধর্মের মানুষের সহাবস্থানের দেশ। ধর্মীয় উগ্রবাদের এখানে কোনো স্থান নেই। ইসকনের কর্মকাণ্ড মানবতাকে অপমানিত করছে। তাই এ সংগঠন নিষিদ্ধ করতেই হবে।"
কর্মসূচিতে উপস্থিত সারজিস আলম ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বলেন, "তাদের কর্মকাণ্ড হতবাক করে দিয়েছে। শান্তিপ্রিয় সনাতনী ভাইদের মাঝে বিভেদ সৃষ্টি করতে ইসকনকে উস্কে দেওয়া হচ্ছে। এটি বন্ধ না হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। ফ্যাসিবাদের এই আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।"
চট্টগ্রামে আয়োজিত এ বিক্ষোভে উপস্থিত হাজারও ছাত্র ও জনতা ইসকন নিষিদ্ধের দাবিতে সোচ্চার ছিলেন। দিনব্যাপী চলা এ কর্মসূচি পুরো নগরীতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫