|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ০৯:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০৬:২৯ অপরাহ্ণ

গাইবান্ধা জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে


গাইবান্ধা জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধায় ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সঙ্গে গাইবান্ধা জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ জানুয়ারি) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১৩ জন প্রশিক্ষণার্থীদের সঙ্গে জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 

উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। সভায় নবাগত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরবর্তীতে জেলা পুলিশের কার্যক্রম সর্ম্পকে প্রশিক্ষণার্থীদের মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।


পুলিশ সুপার গাইবান্ধা জেলায় নবাগত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সব প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একই সঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি প্রশিক্ষনার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

 

সভায় উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল,  ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএমসহ ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের গাইবান্ধা জেলায় আগত বিভিন্ন ক্যাডার সার্ভিসের ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫