|
প্রিন্টের সময়কালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ

মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার


মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ

 

আজিদা পারভীন পাখি, যিনি ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন।
 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 

তাকে পাবনা জেলার চাটমোহরের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে আজিদা পারভীন পাখি চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

চাটমোহর থানায় দায়ের হওয়া হান্ডিয়াল বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫