|
প্রিন্টের সময়কালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০৬:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ণ

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত দেড় বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতির কোনো আশংকা নেই।
 

আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের সময় মিছিল-মিটিংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, তবে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব।
 

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দায়িত্ব গ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ছিল, কিন্তু গত দুই বছরের প্রচেষ্টায় তা অনেক উন্নত হয়েছে।
 

ভূমিকম্প প্রতিরোধ ও করণীয় বিষয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশে এমন মোবাইল অ্যাপ ব্যবহার হয় যা ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে সতর্কতা জানায়। বাংলাদেশেও এ ধরনের আগাম সতর্কতামূলক অ্যাপ চালু করা সম্ভব কি না, তা নিয়ে ভাবনা চলছে।
 

উপদেষ্টা নগর এলাকায় উন্মুক্ত জায়গার ঘাটতি উল্লেখ করে ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগে ফায়ার সার্ভিস কার্যক্রম ইতোমধ্যেই সক্ষমতা প্রদর্শন করেছে, তবে বড় ধরনের ভূমিকম্প হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
 

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫