চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে মোহাম্মদীয়া স্কুলে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি বিতরণ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
হোসেন বাবলা, চট্টগ্রাম (ঢাকা প্রেস):-
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরের নারিকেলতলাস্থ মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি বিতরণ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনার উইল ক্লাব জেলা-৩৪৫ এর প্রেসিডেন্ট শাহনাজ আলম সুমা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইনার উইল ক্লাব ৩৪৫ এর চেয়ারম্যান ও বিশিষ্ট নারী উদ্যোক্তা মোশেয়ালা করিম।
বক্তারা বলেন, দেশব্যাপী অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের জ্ঞান ছড়িয়ে দিতে প্রকল্পটির বিস্তৃতি আরও বাড়ানোর আহ্বান জানান ইনার উইল কেন্দ্রীয় নেত্রী মিসেস খালেদা আউয়াল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডার কমিটির সদস্য মিসেস দিলরুবা আহমেদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিসেস শামসুন্নাহার বেগম, ক্লাবের চাটার প্রেসিডেন্ট মিসেস জিনাত আরা নিপুণ, ও ক্লাব লেডি নেত্রী ফারহানাজ করিম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক, মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাদা আলম, এবং ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন-এর। তবে প্রশাসনিক জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে না পারলেও ফোনে আয়োজকদের প্রতি শুভেচ্ছা ও দুঃখ প্রকাশ করেন।
ইনার উইল ক্লাব-৩৪৫ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের পর সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট শাহনাজ আলম সুমা প্রকল্পের সফল বাস্তবায়নে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫