গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি ইউনিয়নে জামায়াতে ইসলামী বাংলাদেশের হিন্দু শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই কমিটি ঘোষণা করা হয়, যার মধ্যে ২১ জন সদস্য রয়েছেন।
কমিটিতে বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহ-সভাপতি এবং নির্মল বিশ্বাসকে সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাতের এ অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ইউনিয়ন জামায়াতে ইসলামী। সভার সভাপতিত্ব করেন পীড়ারবাড়ী গ্রামের সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদার। প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো. মহিববুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের শীর্ষ নেতা-কর্মীরা পলাতক রয়েছেন। এ পরিস্থিতিতে জেলা ও উপজেলা পর্যায়ে জামায়াত, বিএনপি ও অন্যান্য দলগুলো সক্রিয় হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫