|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৪ ০২:৩৩ অপরাহ্ণ

রোহিঙ্গা যুবকের ভারত যাত্রার চেষ্টা ব্যর্থ, দহগ্রাম সীমান্তে আটক


রোহিঙ্গা যুবকের ভারত যাত্রার চেষ্টা ব্যর্থ, দহগ্রাম সীমান্তে আটক


ঢাকা প্রেস
লালমনিরহাট প্রতিনিধি:-



লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় জামাল হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৪ অক্টোবর) রাতে স্থানীয় পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস এলাকা থেকে স্থানীয়রা রোহিঙ্গা যুবককে আটক করেন। আটক জামাল হোসেন মিয়ানমারের আকিয়ার জেলার মন্ডু থানার শীলখালী গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই-৯ এ বসবাস করেন।
 

বিজিবি সূত্র জানায়, জামাল হোসেন সোমবার সন্ধ্যায় গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে আসেন তিনি। এসময় স্থানীয় লোকজন সীমান্তের আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করে দহগ্রাম বিওপিতে সোপর্দ করেন।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল হোসেন স্বীকার করেছেন, ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করে বিজিবি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫