|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৩:২৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৪ ০২:২৫ অপরাহ্ণ

রাজশাহীর চারঘাট থানায় রাসেলস ভাইপার উদ্ধারের পর মৃত্যু!


রাজশাহীর চারঘাট থানায় রাসেলস ভাইপার উদ্ধারের পর মৃত্যু!


২ জুলাই, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের ওয়াশরুম থেকে বিশাল আকারের রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া সাপ) উদ্ধার করা হয়। দুঃখজনকভাবে, সাপটি উদ্ধারের পর পিটিয়ে মেরে ফেলা হয়। 


থানা সুত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে ওয়াশ রুমে যান পরিদর্শক আফজাল হোসেন। বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তাকে ছোবল দেয়। শব্দ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পা সরিয়ে নেন। সাপটি পানির পাইপে ঢুকে যায়। পরে সহকর্মীরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে। 


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, কয়েকদিনের বৃষ্টিতে আশেপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় থানা চত্বর পরিস্কার করা হয়। পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়েছে। কার্বোলিক এসিড থানা ভবনের চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে। থানার একপাশে পদ্মা ও অন্য পাশে বড়াল নদী। সেখান থেকেই সাপটি এসেছে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫