টিভি রিয়ালটি শো ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তরুণ জাহিদ অন্তু

ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতভিত্তিক টিভি রিয়ালটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর অডিশনের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তরুণ জাহিদ অন্তু। এবারের অডিশনে কলকাতা থেকে সরাসরি অংশ নিয়েছিলেন তিনি। ১৮ আগস্ট বাদ পড়লেও সেই খবর অন্তু পেয়েছেন ১ সেপ্টেম্বর। রোববার অন্তু গণমাধ্যমে বলেন, আজ (গতকাল) এক মোবাইল কলে জানতে পারলাম, আমাকে বাদ দেওয়া হয়েছে।
প্রথম ও দ্বিতীয় রাউন্ডে তিনি উত্তীর্ণও হন। তৃতীয় রাউন্ডে এসে ছিটকে পড়েন অন্তু। যদিও তার দাবি, প্রথম দুই রাউন্ডের চেয়ে শেষ রাউন্ডে পারফর্মেন্স অনেক বেটার ছিল। তিনি আত্মবিশ্বাসী ছিলেন, তৃতীয় রাউন্ড অতিক্রমের বিষয়ে। অন্তু আরও বলেন, প্রথম রাউন্ডে ৭০০ থেকে ৮০০ প্রতিযোগী ছিলাম আমরা। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জনে উঠলাম। বাকি সবাই বাদ।
তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ৩০ থেকে ৪০ জনকে। আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম। কিন্তু জায়গা আর পেলাম না। এক প্রশ্নের জবাবে হতাশ কণ্ঠে অন্তু বলেন, ‘জানি না কেন আমাকে বাদ দেওয়া হলো!’ অন্তুর বাদ পড়াকে অনেকেই রাজনৈতিক বলেছেন।! যদিও এর কোনও যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫