|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৪ ০৪:৫৬ অপরাহ্ণ

আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি: ১৬ বাংলাদেশি জেলে দেশে ফিরলেন


আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি: ১৬ বাংলাদেশি জেলে দেশে ফিরলেন


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজত থেকে ১৬ জন বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মিয়ানমারের নাফ নদী পাড়ে এই জেলেদের বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে মাছ ধরতে যাওয়া এই জেলেদের একটি ডাকাত দল আক্রমণ করে মিয়ানমারের বঙ্গোপসাগরীয় অঞ্চলে ফেলে দেয়। পরে তারা আরাকান আর্মির হাতে পড়ে।
 

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, জেলেদের আটকের খবর পেয়ে বিজিবি মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
 

কক্সবাজারের রামু উপজেলার তুরিঙ্গাকাটা গ্রামের মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (২৭), কক্সবাজার সদরের মৃত কেফায়েত উল্লাহর ছেলে আব্দুল হাফেজ (২৮)  এবং আরও অনেকে।

বিজিবি এই জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫