|
প্রিন্টের সময়কালঃ ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৫ ০৪:৫৫ অপরাহ্ণ

মুরাদনগরে পিবিজিএসআই স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


মুরাদনগরে পিবিজিএসআই স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


 

কুমিল্লার মুরাদনগরে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এর আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।


সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর বাস্তবায়নে উপজেলা কবি নজরুলের মিলনায়তনে এ ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন ও সরকারি কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার। 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাজিয়াতল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আব্দুল মজিদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম, কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নল হোসেন, ঘোড়াশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জাঙ্গাল বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, কুড়াখাল মাদ্রাসার সুপার মাওলানা জসিম উদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫