চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টা: আদম ব্যবসায়ীর দায়ের করা মামলা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বগুড়ার আদমদীঘিতে পূর্বশত্রুতার জেরে এক আদম ব্যবসায়ীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোবাইল চোর অপবাদ দিয়ে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ঘটনার শিকার নওগাঁর রাণীনগরের পারইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মতিউর রহমান। তিনি মাছ ব্যবসার পাশাপাশি বৈধভাবে বিদেশে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত। গত দেড় বছরে তিনি কয়েকজনকে সৌদি আরব পাঠিয়েছেন। সম্প্রতি আদমদীঘির তালশন গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে সজিব হোসেনকে সৌদি আরব পাঠান, যার বিনিময়ে সজিবের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নেন। তবে বৈধ কাগজপত্র পেতে বিলম্ব হওয়ায় সজিব ও তার পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে এবং হুমকি দিতে শুরু করে।
রবিবার (১৮ মে) মতিউর রহমান বগুড়া শহরের মাটিডালি এলাকায় মেয়ের বাসা থেকে ফেরার পথে সান্তাহারগামী দোলনচাঁপা কমিউটার ট্রেনে ওঠেন। ট্রেনে ওঠার পর থেকেই একদল মাস্ক পরা ব্যক্তি তাকে নজরে রাখছিল। এ দলের নেতৃত্বে ছিলেন সজিবের ভাই রাকিব ও ডহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমন।
বেলা সাড়ে ১২টার দিকে ট্রেনটি আদমদীঘির নসরতপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তিরা মতিউরকে মোবাইল চোর বলে অভিযুক্ত করে মারধর শুরু করেন এবং চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তিনি প্রায় ৪-৫ মিনিট ধরে ট্রেনের দরজায় ঝুলে ছিলেন। এক পর্যায়ে তার কাছে থাকা ব্যবসায়িক টাকার ব্যাগ (৫০ হাজার টাকা) ছিনিয়ে নিয়ে তাকে নিচে ফেলে দেওয়া হয়। প্লাটফর্মের ধাক্কায় নিচে পড়ে যান তিনি এবং তখন উপস্থিত জনতা তাকে চোর সন্দেহে মারধর করেন। তার শরীর রক্তাক্ত হয়ে পড়ে এবং অল্পের জন্য ট্রেনের নিচে পড়ে প্রাণহানি ঘটেনি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
পরদিন সোমবার রাতে ভুক্তভোগী নিজেই সান্তাহার রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় ডহরপুর গ্রামের সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫