আতিফ ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):
নায়ারণগঞ্জের ফতুল্লা থানা ৯নং ওয়ার্ড অধিনস্ত আদর্শ চাষাড়াতে আতিফ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।
বৃহস্পতিবার (০২/জানুয়ারী/২০২৫) সকাল ১১ টায় স্কুলটির অধ্যক্ষ শহীদুজ্জামান আতিফের সঞ্চালনায় আয়োজনটি সফল ভাবে উদযাপিত হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান উজ্জল। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাবা নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহীম হোসেন এবং স্কুলটির পরিচালিকা তাসলিমা আক্তার সহ সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।
এ সময়ে ফিতা কেটে স্কুল উদ্বোধনের করেন সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জল। স্কুলের অধ্যক্ষ শহীদুজ্জামান আতিফ এবং পরিচালিকা তাসলিমা আক্তার ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের স্বাগতম জানান।
সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, ভালো রেজাল্টের জন্য দরকার গোছালো পড়ালেখা। নিয়মাবর্তিতা ফলো করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। মেধা অবশ্যই একটা ফ্যাক্ট তবে পরিশ্রম, নিয়মানুবর্তিতা প্লান করে পড়লে সব সম্ভব।
তিনি আরো বলেন, স্কুলের শিক্ষার্থীদের জন্য খুব দ্রুতই আমার পক্ষ থেকে উপহার আসবে।
আলোচনা শেষে আদর্শ চাষাড়া মসজিদের ইমাম সাহেব দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫