|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৩ অপরাহ্ণ

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম


বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম


ঢাকার গুলিস্তানে অবস্থিত ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম এখন ‘জাতীয় স্টেডিয়াম’। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
 

স্টেডিয়ামটি ১৯৫৪ সালে ‘ঢাকা স্টেডিয়াম’ হিসেবে যাত্রা শুরু করে। পাকিস্তান আমলে পাকিস্তান ক্রিকেট দল এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলেছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এই স্টেডিয়াম কেন্দ্রিকই প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রাখা হয়।
 

প্রথমদিকে এই স্টেডিয়ামটি ক্রিকেট, ফুটবলসহ নানা খেলাধুলার জন্য ব্যবহৃত হতো। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ এখানেই অনুষ্ঠিত হয়। তবে পরে ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে গিয়ে বর্তমানে এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হচ্ছে।
 

জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফে সভাপতি কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে নাম পরিবর্তনের বিষয়ে অবহিত করেছে।
 

এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে গত সপ্তাহে কয়েকটি উপজেলা স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়েছে। এবার জাতীয় পর্যায়ের অন্যতম প্রধান এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫