ধলেশ্বরীতে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):-
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া এক বাবা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের ব্যবসায়ী মহিদুর রহমান (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)।
বুধবার সকালে মেয়েকে সাঁতার শেখাতে মানিকগঞ্জ সদর উপজেলার রাহির চর খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে নামেন মহিদুর রহমান। প্লাস্টিকের বোতলে পানি ঢুকে যাওয়ায় মেয়ে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টায় মহিদুরও নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিস এবং আরিচা স্থল-কাম নদী বন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টা চালিয়েও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে নদীতে ভেসে ওঠা দেখে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইশতিয়াক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫