ইথিওপিয়ায় দুই দফা ভূমিধসে ২২৯ জন নিহত

ইথিওপিয়ায় প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় অন্তত ২২৯ জনের মৃত্যু হয়েছে। প্রথম ভূমিধসের ঘটনায় হতাহতদের উদ্ধার তৎপরতা চালানোর মধ্যেই দ্বিতীয়বার ভূমিধসের ঘটনা ঘটে।
কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় দফায় ভূমিধস হলে, নতুন করে চাপা পড়েন বহু মানুষ। এ ঘটনায় এখনও পর্যন্ত ২২৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী।
উদ্ধার হওয়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোজা জোনের প্রধান প্রশাসক দাগমাউই আইলে বলেছেন, মৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ই রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আর জীবিত উদ্ধার হওয়া ১০ জনের চিকিৎসা চলছে। আমরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫