|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জুন ২০২৪ ০৫:৫৩ অপরাহ্ণ

আয়ারল্যান্ড আত্মবিশ্বাসে ভরা, ভারতকে হারানোর পরিকল্পনা


আয়ারল্যান্ড আত্মবিশ্বাসে ভরা, ভারতকে হারানোর পরিকল্পনা


বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ রাতে আয়ারল্যান্ড মুখোমুখি হচ্ছে শক্তিশালী ভারতের। আইরিশদের গ্রুপে ভারত ছাড়াও আছে পাকিস্তানের মতো দল। যদিও নিজেদের শক্তিতে ভরসা রাখার ওপর নজর দিচ্ছে আইরিশরা। বিপক্ষ দলের ঘাটতি বের করে জয় তুলে নিতে চায় তারা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আইরিশ কোচ এনরিখ মালান নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। ভারতকে হারানোর পরিকল্পনাও করে রেখেছেন তিনি। চেষ্টায় আছেন দলটির ঘাটতি খুঁজে বের করার। মালান বলেন, ‘এটুকু নিশ্চিত করেই বলতে পারি পরিকল্পনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিতে পেরেছি।

 

ভারত অভিজ্ঞ দল, এর মানে তাদের অনেক তথ্য আছে অনেকে জানেন। আমাদের ভারতীয় দলের ঘাটতিগুলোকে খুঁজে বের করে সে বিষয়টিকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে হবে।’ বিশ্বকাপের আগে আয়ার‌ল্যান্ড-পাকিস্তানের সিরিজে প্রথম ম্যাচে বাবরেদের হারিয়েছিল আইরিশরা। ওখান থেকে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে দলটি। অতীতেও বড় দলগুলোকে হারিয়ে দেওয়ার স্মৃতি আছে তাদের। তাই ভারত ম্যাচের আগে আয়ারল্যান্ডের কোচকে আশাবাদী হয়ে বলতে শুনা গেছে, ‘এবারের বিশ্বকাপে শুধু ভারতের বিপক্ষেই ভালো খেলা নয়, আমরা চেষ্টা করবো টুর্নামেন্টে সব সেরা দলের বিপক্ষেই ভালো খেলার।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫