নওগাঁয় গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর একযোগে পদত্যাগ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ তুলে নওগাঁয় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি এবাদুল ইসলাম। তার সঙ্গে সহ-সভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এবাদুল ইসলাম অভিযোগ করে বলেন, “নীতি-নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। মাঠ পর্যায়ের তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের একচ্ছত্র আধিপত্য ও স্বৈরাচারী আচরণে সংগঠন অগণতান্ত্রিক হয়ে পড়েছে।”
তিনি আরও জানান, জেলা পর্যায়ে মতামত উপেক্ষা করে ইচ্ছামতো কমিটি ঘোষণা করা হয়েছে, যা সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। তাছাড়া কমিটি গঠনে অর্থ লেনদেন, জেলা থেকে জোরপূর্বক অর্থ সংগ্রহ এবং যুব অধিকার পরিষদের হাতে নিয়ন্ত্রণ দেওয়াসহ নানা অনিয়ম চলছে। এসব কর্মকাণ্ড সংগঠনকে নতুন ধারার পরিবর্তে পুরনো ধ্যানধারণায় ফিরিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, “ঘোষিত কমিটির সাধারণ সম্পাদকের পদে মনোনীত ব্যক্তির কোনো যোগ্যতা নেই। স্বজনপ্রীতি করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কারণে আমরা ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং নওগাঁয় গণ অধিকার পরিষদকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা রাজশাহী বিভাগের কিছু দায়িত্বশীল নেতার অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, যা সংগঠনের ক্ষতি করছে।
তারা জানান, সংগঠন তার মূল উদ্দেশ্য ও আদর্শ থেকে সরে গেছে। তাই আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের স্বার্থ রক্ষার্থে নওগাঁর শতাধিক নেতাকর্মী এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫