|
প্রিন্টের সময়কালঃ ৩০ জানুয়ারি ২০২৬ ০৩:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৪:১৪ অপরাহ্ণ

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


কুমিল্লা প্রতিনিধি: 

 

 

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা তুলে ধরে। প্রতিযোগিতার মধ্যে ছিল স্কাউট ডিসপ্লে, দৌড় প্রতিযোগিতা, নৃত্য, গান, ‘যেমন খুশি তেমন সাজো’ এবং চিত্র প্রদর্শনী। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন মুরাদনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনূর বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, মো. আবু ইসহাক রাজু, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রায়হান ও মো. শাহিন আলম।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ওবায়দুল্লাহ, শাহানুর আলম খান ও জাহাঙ্গীর আলম। সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন।

 

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কাওছার মিয়া, বিল্লাল হোসেন, মো. উবায়দুল্লাহ, মোবারক হোসেন, সমাজসেবক মো. আখতারুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সুজন (সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ ভূঁইয়াও অনুষ্ঠানে অংশ নেন।

 

উল্লেখ্য, মুরাদনগর উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬