|
প্রিন্টের সময়কালঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২০ অপরাহ্ণ

মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ


মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ


জামালপুর প্রতিনিধি:-

 

জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ছাত্র-জনতা এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫