|
প্রিন্টের সময়কালঃ ১৯ অক্টোবর ২০২৫ ০৬:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ অক্টোবর ২০২৫ ০১:৩৭ অপরাহ্ণ

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: তদন্ত, দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি কাস্টমস এজেন্টদের


কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: তদন্ত, দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি কাস্টমস এজেন্টদের


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর দ্রুত তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিকল্প গুদাম চালুর দাবি জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন
 

রোববার সংগঠনটির সভাপতি মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্গো ভিলেজের গুদাম বর্তমানে সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে। যথাযথ সংস্কার ও পুনর্নির্মাণ ছাড়া সেখানে আমদানি কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব নয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
 

অ্যাসোসিয়েশনটি অগ্নিকাণ্ডকে ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে আখ্যা দিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো—
১. ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন,
২. তদন্তের ভিত্তিতে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,
৩. বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন এবং আধুনিকায়ন নিশ্চিত করা,
৪. ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ,
৫. এবং নির্মাণাধীন নতুন আমদানি পণ্যের গুদামটি জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে চালু করা।

 

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতার কারণে সাময়িকভাবে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। পরে রাত ৯টার পর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। প্রায় সাত ঘণ্টা পর, রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয়, যদিও তখনও স্থানটিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল।
 

আজ রোববার সকালেও কার্গো ভিলেজের চারপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিস সদস্যরা এখনো পানি ছিটানোর কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, বিমানবন্দরে ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫