|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩১ অপরাহ্ণ

তিস্তা রক্ষায় পদযাত্রায় হাজারো মানুষ


তিস্তা রক্ষায় পদযাত্রায় হাজারো মানুষ


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি শুরু করেছে পদযাত্রা, যা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। সোমবার থেকে তিস্তা নদীর ১১টি পয়েন্টে শুরু হওয়া এই পদযাত্রায় নদীপারের মানুষের পাশাপাশি বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীও অংশ নিয়েছেন।
 

মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া পদযাত্রায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সংহতি জানিয়ে এতে যোগ দেন। এই গণপদযাত্রাটি লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হবে।
 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার এই ব্যতিক্রমধর্মী আন্দোলনে তিস্তাপারের মানুষকে একত্রিত করা হয়েছে, যাতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করা যায় এবং বিশ্বে তিস্তার সমস্যাটি তুলে ধরা যায়।
 

আজ মঙ্গলবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 

গতকাল কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি তিস্তা রেল সেতুর লালমনিরহাট প্রান্তে উপস্থিত থেকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন। তিস্তা পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিতে পাঁচ জেলার লক্ষাধিক মানুষ অংশ নেন।
 

আয়োজকরা জানান, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়, এটি রংপুর অঞ্চলের তিস্তাপারের বঞ্চিত মানুষের আন্দোলন। জনদাবিতে পরিণত হওয়ায় এতে নদীপারের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই আন্দোলনের মাধ্যমে তারা বিশ্ববাসীকে জানান দিতে পারবেন যে, তাদের প্রতিবেশী রাষ্ট্র তিস্তার পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫