|
প্রিন্টের সময়কালঃ ১৪ মার্চ ২০২৫ ০৫:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

পরকীয়ার জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন...!


পরকীয়ার জেরে বন্ধুর ছুরিকাঘাতে  বন্ধু খুন...!


নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম ):-

 

নগরীর ইপিজেডে পরকীয়ার জেরে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড সিডিএ বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আখতারুজ্জামান বিষয়টি আজ বিকেলে সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন।

 

নিহতের নাম মোঃ আইয়ুব নবী ( সাগর )তার বয়স হয়েছে ২৬ বছর।গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউপি তে। সে আকমল আলী রোডস্থ একটি ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতো বলে জানিয়েছেন নিকট স্বজন।

 

এ ঘটনার পরপরই অভিযুক্ত নবীর বন্ধু সিজান (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সিজান ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার রানী ভবানী গলির টেন্ডলের বাড়ির মৃত আলমগীরের ছেলে। সে হোটেল কর্মচারী ছিল। তারা সম্পর্কে একে অপরের বন্ধু।

 

পুলিশ জানিয়েছে, তাদের দুজনের বাড়ি বাঁশখালী। তারা সম্পর্কে একে অপরের বন্ধু। মূলত পরক্রিয়ার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সিজারের সাথে স্থানীয় এক নারী পোশাক শ্রমিকের সম্পর্ক ছিল।

 

সিজানের বন্ধু আইয়ুব নবীও বিভিন্ন সময়ে ঐপোশাক শ্রমিকের সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার সুবাদে আইয়ুব নবীর সাথে ঐ পোশাক শ্রমিকের সম্পর্ক গড়ে উঠে।

 

বিষয়টি সিজার জানার পর মঙ্গলবার সন্ধ্যায় দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সিজান আইয়ুব নবীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে নিহত হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আখতারুজ্জামান বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামি কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫