নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি ৭ দিনের রিমান্ডে
ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনটি পৃথক হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতি ৭ দিনের রিমান্ডে আছেন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে সদর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত মতিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুইটি হত্যা মামলায় ১৪ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে হাজির করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সদর ও সিদ্ধিরগঞ্জের তিনটি পৃথক মামলায় মতিউর রহমান মতি ৭ দিনের রিমান্ডে রয়েছেন।
এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিমাইকাশারি এলাকায় স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা মামলায় স্বামী নুরুল আলম সবুজের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ১৪ মে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত স্বামী সবুজ তার স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫