|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৯:৪৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুন ২০২৪ ০২:০০ অপরাহ্ণ

লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব টিকে থাকবে: মির্জা ফখরুল


লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব টিকে থাকবে: মির্জা ফখরুল


লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব টিকে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, চারদিকে শুধু লুট আর লুট ছাড়া কিছু নাই। যারা দেশ রক্ষা করবে, দুর্নীতিবাজের তালিকায় তাদের নাম আসছে।

 

ভবিষ্যৎ প্রজন্ম লোনের কবলে পড়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, পুরো রাষ্ট্র এখন লোনের ফাঁদে জর্জরিত। রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মতো অনেক প্রকল্প আছে, যেগুলো লোন দিয়ে করা হলেও কাজ এখনও শেষ করতে পারেনি। সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ এখন কোথায় জানতে চান মির্জা ফখরুল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫