সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বৃদ্ধি

ঢাকা প্রেস নিউজ
সরকার সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন এই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলবৎ থাকবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হলো। এর ফলে তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর বিভিন্ন ধারার অধীনে অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট ধারাগুলোর মধ্যে রয়েছে ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এরপর ৩০ সেপ্টেম্বর নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারাও এই ক্ষমতা পান। সর্বশেষ ১৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে এই ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়, যেখানে কোস্টগার্ড ও বিজিবিতে কর্মরত সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত হন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫