|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৩ ০১:৪৮ অপরাহ্ণ

উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১১ শ্রমিক


উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১১ শ্রমিক


ত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার সামাজিক মাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পে শ্রমিকদের বহনকারী ট্রাকে সন্দেহভাজন ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ ঘটে।


উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাট্টক রয়টার্সকে বলেন, ‘নিহতরা একটি নির্মাণাধীন সামরিক পোস্টে কাজ করছিলেন। তাদের বহনকারী গাড়ির নিচে আইইডি বিস্ফোরণটি ঘটে।’

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। গত বছর পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান (টিটিপি) এবং পাকিস্তান সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকে দেশটিতে জঙ্গি হামলা বেড়েছে।


ইসলামিক স্টেটসহ অন্যান্য গোষ্ঠীগুলোও কিছু হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে গত মাসে খাইবার পাখতুনখোয়ায় একটি রাজনৈতিক সমাবেশে বড় বিস্ফোরণের ঘটনা অন্তর্ভূক্ত। বিস্ফোরণে ৪৫ জন নিহত হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫