|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০২:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭


২৪ ঘণ্টায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।
 

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলম (৬৯), তুরাগ থানা ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম বাবু (৪৯), বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওয়ারেজ সিকদার (৪৮), তুরাগ থানা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলম (৪০), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরী রানা (৫৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল সমন্বয়কারী জাহিদুল ইসলাম তুষার (৩০), এবং তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো. রেজাউল করিম (৪৭)।
 

ডিবি সূত্রে জানা যায়, গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে ডিবি-রমনা বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বংশালে ইংলিশ রোড এলাকায় অভিযান চালিয়ে মো. শাহেদ আলমকে গ্রেপ্তার করে। গতকাল দুপুর ১:৪৫টায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম বংশাল এলাকা থেকে মো. ওয়ারেজ সিকদারকে গ্রেপ্তার করে।
 

ডিবি আরও জানায়, রোববার সকাল ৭টায় ডিবি-রমনা বিভাগের একটি টিম গোপীবাগ এলাকা থেকে শহীদুল হক চৌধুরী রানাকে গ্রেপ্তার করে, এবং সন্ধ্যায় ডিবি-উত্তরা বিভাগের একটি টিম কামারপাড়া এলাকায় মো. সিরাজুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে। এছাড়া, ডিবি সাইবার বিভাগের একটি টিম গত রাতে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে।
 

আজ ভোরে উত্তরা পূর্ব থানার ১৮ নং সেক্টর থেকে মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫