|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ণ

দুপুরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল


দুপুরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল


যশোর প্রতিনিধি:-

 

যশোরে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ দলটির কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে এই অভিযানে কাউকে আটক করা হয়নি।
 

এ ঘটনার পর সন্ধ্যায় শহরের কাঁঠালতলা মোড়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুরাতন কসবা কাঁঠালতলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি উপশহর বাবলাতলা ব্রিজ এলাকা ঘুরে পুনরায় কাঁঠালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ইজিবাইকে করে আসা নেতাকর্মীরা মিছিলটি বের করেন। মিছিল থেকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা ফিরবে বীরের বেশে'—এমন স্লোগান দেওয়া হয়। স্থানীয়রা জানান, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তিকে তারা চিনতে পারেননি, ধারণা করা হচ্ছে তারা বাইরের এলাকা থেকে এসেছেন।
 

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের কোনো মিছিলের খবর আমাদের জানা নেই।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫