স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ: বিদ্যুৎ, গ্যাস ও পানি বন্ধ করে স্ত্রীর জীবন দুর্বিষহ

ঢাকা প্রেস,পটুয়াখালী প্রতিনিধি:-
পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন দুলাল চন্দ্র দেবনাথ নামে এক আইনজীবী। এর ফলে শিশুসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তার স্ত্রী সোমা দেবনাথ।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পটুয়াখালীর পিটিআই রোডের এলিট হোমস নামের ভবনের ৫ তলায় দুলালের বাড়িতে এমন পরিস্থিতি দেখা যায়। দুলাল চন্দ্র দেবনাথ পটুয়াখালী জেলা আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ বছর আগে পারিবারিকভাবে সোমা দেবনাথকে বিয়ে করেন দুলাল। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিন সুখে সংসার করার পর, কয়েক বছর ধরে দুলাল আচমকা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন এবং মাঝে মাঝে তাকে শারীরিক নির্যাতন করেন।
সোমা দেবনাথ অভিযোগ করেন, তার স্বামী এক নারী আইনজীবীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং তার সঙ্গে বসবাস করছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় দুলাল তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।
সোমা জানান, তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এর প্রতিক্রিয়ায় দুলাল বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পরে তাকে হুমকি দেন।
সোমা বলেন, "আমার স্বামী কিছুদিন আগে জানায়, সে আরেকটি বিয়ে করেছে। এরপর থেকে বাসায় কোনো বাজার দেয় না। ৩০ অক্টোবর গ্যাস ও পানির লাইন বন্ধ করে দেয়। ৪ নভেম্বর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এখন আমার চার বছরের শিশুকে নিয়ে একেবারে অসহায় অবস্থায় আছি।"
দুলাল চন্দ্র দেবনাথ দাবি করেন, "আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমি সোমাকে বিয়ে করি। কিন্তু সে আমার সন্তানকে নির্যাতন করত এবং অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। ক্ষোভ থেকে আমি এসব করেছি।"
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোজাম্মেল হোসেন তপন জানান, সোমা সমিতিতে লিখিত অভিযোগ করেছেন। এর ভিত্তিতে দুলালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং উভয়পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ ইমতিয়াজ বলেন, "ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
স্বামী-স্ত্রীর এই বিরোধের জেরে এক শিশু ও তার মায়ের মানবেতর জীবনযাপন জনমনে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত বিষয়টির সমাধান হওয়া দরকার বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫