|
প্রিন্টের সময়কালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৪ অপরাহ্ণ

নতুন কারা অধিদপ্তরের লোগো: নৌকা বাদ দিয়ে যুক্ত হলো চাবি ও ব্যাটন


নতুন কারা অধিদপ্তরের লোগো: নৌকা বাদ দিয়ে যুক্ত হলো চাবি ও ব্যাটন


ঢাকা প্রেস নিউজ

 

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে পূর্বের নৌকা প্রতীকটি বাদ দিয়ে তার জায়গায় যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন।
 

আজ রোববার দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পুরনো লোগোটি পরিবর্তন করে নতুন লোগো ব্যবহারের নির্দেশনা জারি করেছে, যা এখন থেকে কার্যকর হবে।
 

পুরনো লোগোতে শাপলা ফুল, দুই পাশের পাট পাতা, মাঝখানে পালতোলা নৌকা এবং নিচে "বি ডি জে" লেখা ছিল।
 

নতুন লোগোতে পালতোলা নৌকা প্রতীকটি বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন যুক্ত করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫