৩ গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ

শ্রমিকদের ন্যায্য বেতন ও সুবিধা প্রদানে গার্মেন্ট মালিকদের গাফিলতি এবং দীর্ঘ সময় বিদেশে অবস্থানের অভিযোগের প্রেক্ষিতে তিনটি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার অফিসের পেজ থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, অভিযুক্তরা হলেন—
-
টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম,
-
ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ,
-
রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গাজীপুরের শ্রম আদালত এবং ঢাকা কেন্দ্রের প্রথম ও তৃতীয় শ্রম আদালতে দায়েরকৃত মামলার ভিত্তিতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,
"শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। চলমান মামলার মাধ্যমে শ্রম অধিকার লঙ্ঘন ও আইনগত অভিযোগের বিচার নিশ্চিত করা হবে। অভিযুক্তদের দেশে ফেরত এনে শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা প্রদান করাই আমাদের লক্ষ্য।"
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদন পত্রের ভিত্তিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী বলেন,
"কারখানার মালিকদের দ্বারা শ্রমিকদের ন্যায্য অধিকার অবহেলা বা অসহযোগিতা সহ্য করা হবে না। এ ধরনের কার্যকলাপের জন্য অবশ্যই কঠোর পরিণতি নিশ্চিত করা হবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫