মুরাদনগরে কৃষকদের মাঝে বীজ বিতরণ ও মাসকলাই প্রদর্শনী পরিদর্শন
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭ নং জাহাপুর ইউনিয়ন পরিষদে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তার জন্য বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে এই কর্মসূচির আওতায় গম ও বোরো উফসি বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ কার্যক্রম শেষে জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ "কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য, পুষ্টি ও নিরাপত্তা জোরদারকরণ" প্রকল্পের অধীনে আয়োজিত একটি মাসকলাই প্রদর্শনী পরিদর্শন করেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো. সাম মিয়া, জাহাপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মহিউদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির মিয়া, জসিম উদ্দিন রাসেল, ইদ্রিস আলী, মামুন সরকার, আলমগীর হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশসহ বহু কৃষক-কৃষাণী।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫