৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব প্রকাশ করা হবে: আসিফ নজরুল
ঢাকা প্রেস নিউজ
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি ছয়টি প্রধান সংস্কার কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই দিন থেকে জাতীয় ঐক্যমত কমিশন কাজ শুরু করবে। কমিশনগুলোর প্রতিবেদন জুলাই মাসের অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং ঐক্যমত কমিশন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত একটি ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এবং সহকারী প্রেস সচিব সুচিশ্মিতা তিথি উপস্থিত ছিলেন।
ড. আসিফ নজরুল জানান, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান ছয়টি কমিশনের প্রধানরা জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারির পর কমিশনগুলোর প্রতিবেদন সব রাজনৈতিক দল ও জুলাই মাসের অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন তাদের কাছে পাঠানো হবে। তিনি আশা করছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন।
সংবিধান পুনর্লিখন নিয়ে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, "সংবিধান বাতিল বা সংশোধনীর ব্যাপারে কোনো আলোচনা হয়নি। সংবিধান সংশোধন বা পরিবর্তন সম্পর্কিত পদ্ধতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসাথে হলে, গণপরিষদের মাধ্যমে সংশোধনের প্রস্তাব অনুমোদিত হতে পারে, তবে এই বিষয়ে আলোচনা রাজনৈতিক দলের সঙ্গে হবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫