|
প্রিন্টের সময়কালঃ ০৮ আগu ২০২৫ ০৮:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ণ

জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড


জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড


ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-

 

জয়পুরহাটের কামাল হত্যা মামলায় ৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
 

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
 

দণ্ডপ্রাপ্তদের পরিচয়:

১. সুজাউল ওরফে সেজাউল - তেঘর রেলগেট এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে
২. রুবেল - মুজিবনগর এলাকার মৃত ময়নুদ্দিনের ছেলে
৩. লম্বা বাবু - পলি কাদোয়ার খোরশেদ আলমের ছেলে
৪. জিয়া - পূর্ব দেবীপুরের মৃত জোব্বার মন্ডলের ছেলে
৫. পিচ্চি জুয়েল - দেওয়ানপাড়ার হাসানের ছেলে
6. কানা সবুজ - গৌরীপাড়ার শাহজাহান আলী মিস্ত্রীর ছেলে
৭. রানা আহম্মেদ - ওবাইদুল ইসলামের ছেলে
৮. মিঠুন - ইসলাম নগরের জালাল উদ্দিনের ছেলে

 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সেজাউল, জিয়া, পিচ্চি জুয়েল ও কানা সবুজ এখনও পলাতক রয়েছেন।

 

মামলার নথি থেকে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে কামালের সঙ্গে সেজাউলের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০১৫ সালের ৩ অক্টোবর রাতে আসামিরা কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তেঘর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
 

পরদিন সকালে কামালের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫