|
প্রিন্টের সময়কালঃ ২৬ এপ্রিল ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আতঙ্কে সাধারণ মানুষ


কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আতঙ্কে সাধারণ মানুষ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

 

কুমিল্লা নগরীর তিনটি এলাকায় শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়ায় কিশোর গ্যাংয়ের উপস্থিতি দেখে আতঙ্কিত হন স্থানীয়রা। এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে, যা পরিস্থিতি আরও উত্তেজিত করে তোলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কান্দিরপাড় পার হয়ে রানীর দিঘির দক্ষিণপাড়ে শতাধিক কিশোর দেশীয় অস্ত্র হাতে ছোটাছুটি করতে থাকে। তাদের মধ্যে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেল বিকট আওয়াজ করে সড়ক প্রদক্ষিণ করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

 

দেবিদ্বার থেকে মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা ব্যাংক কর্মকর্তা রমিজ উদ্দিন বলেন, ‘‘কিশোরদের অস্ত্র হাতে মহড়া দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’’

 

তালপুকুরপাড় এলাকার বাসিন্দারা জানান, বিকেলে ১০০ থেকে ১৫০ জন কিশোর ছেনি, রামদা ও চাপাতি হাতে এলাকায় এসে ককটেল বিস্ফোরণ ঘটায়।

 

সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং আধিপত্য বিস্তারের লক্ষ্যে মহড়া দেয়। সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয় পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে যান।

 

জানা গেছে, কুমিল্লা নগরীতে বেশ কিছু কিশোর গ্যাং বিভিন্ন এলাকায় আধিপত্য বজায় রাখতে প্রায়ই এমন শক্তির মহড়া দিয়ে থাকে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ অভিযান শুরু করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫