"বিএনপি নেতাদের এক সেলফিতেই চোখ-মুখ শুকিয়ে গেছেঃ ওবায়দুল কাদের"

বিএনপি নেতাদের এক সেলফিতেই চোখ-মুখ শুকিয়ে গেছে বলে শ্লেষাত্মক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
‘দলে গুটিকয়েক খারাপ মানুষ শেখ হাসিনার অর্জন ম্লান করছে’
- ওবায়দুল কাদের
সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ
ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিকে বিএনপি তাকিয়ে থাকলেও এখন আর সে আশাও রাখতে পারছে না দলটি।’ অনুষ্ঠান চলাকালে সংগঠনে খারাপ লোকদেরও অন্তর্ভুক্তির বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘দলে গুটিকয়েক খারাপ মানুষ শেখ হাসিনার অর্জন ম্লান করছে।’ ড. ইউনুসের পক্ষে বিবৃতি কিনে নেয়ার অভিযোগ এনে তিনি বলেন, ‘আবারও ওয়ান ইলেভেনের মতো সরকারের স্বপ্ন দেখছে বিএনপি। তবে সে আশা পূরণ হবে না।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫