|
প্রিন্টের সময়কালঃ ১৮ নভেম্বর ২০২৫ ১০:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০৭:৫০ অপরাহ্ণ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নের দাবিতে কর্মসূচি


বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নের দাবিতে কর্মসূচি


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জ: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি (জিও) জারির দাবিতে গতকাল (১৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 


 

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ সকল সরকারি কলেজের প্রায় ১০০ জন প্রভাষক অংশগ্রহণ করেন। সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই কর্মসূচি জিও জারি না হওয়া পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়।
 

কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন:

  • আব্দুর রাজ্জাক (প্রাণীবিদ্যার প্রভাষক, ৩৫তম ব্যাচ, নবাবগঞ্জ সরকারি কলেজ)
  • আবু রায়হান (ইতিহাস বিভাগের প্রভাষক, ৩৭তম ব্যাচ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ)
  • লুৎফন নাহার লিনা (প্রাণীবিদ্যার প্রভাষক, ৩৬তম ব্যাচ, নবাবগঞ্জ সরকারি কলেজ)
  • ইউসুফ আলী (ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক, ৪০তম ব্যাচ, আদিনা ফজলুল হক সরকারি কলেজ)
     

উক্ত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন:

  • কামরুল হাসান (সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, নবাবগঞ্জ সরকারি কলেজ)
  • ড. বিপ্লব কুমার মজুমদার (অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ)
  • আব্দুল আওয়াল (অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ)
  • অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম (উপাধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ) প্রমুখ।

সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫