দেবিদ্বারে ২০০ পরিবারের মাঝে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন উইং প্রধান ড. মো. কামাল উদ্দিন জসীম।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান মাহাবুব মোর্শেদ সিনিয়র , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মনিরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ।
প্রধান অতিথি মাহাবুব মোর্শেদ বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার সেবায় করছে। এখনও করে যাচ্ছে।
গত ১৬ বছর রাষ্ট্রীয় একটি চক্র ইসলামী ব্যাংকের মাথার ওপর বসেছিল। আলহামদুলিল্লাহ গত ৫ আগষ্ট স্বৈরাচারী সরকারের পতনের পর ইসলামী ব্যাংক আগের মত স্বাধীনভাবে কাজ শুরু করেছে। ইসলামী ব্যাংক আমার ব্যাংক, সবার ব্যাংক। আপনারা আগে যেভাবে আমাদের সার্পোট দিয়েছেন এখনও সেভাবে সার্পোট দিবেন সে আশা করছি।
তিনি আরও বলেন, দেশের এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী তাদের দুই দিনের বেতনের অংশ মোট ৫কোটি ৪০ লক্ষ টাকা ইসলামী ব্যাংকের নিজস্ব ত্রাণ তহবিলে দিয়েছেন। এছাড়াও ইসলামী ব্যাংক মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আরও ১০ কোটি টাকা অনুদান দিয়েছে। আমরা সবাই মিলে মিশে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এ সময় উপস্থিত ছিলেন, সমাজকর্মী মো. শরীফুল ইসলাম সরকার, মো. আবদুল আলিম জমাদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আযাদসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫