গাজীপুরে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় হামলা ও ভাঙচুর, আহত অন্তত ২০
গাজীপুরের শিমুলতলীতে অনুষ্ঠিত বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় এক ক্রেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে হুড়োহুড়ির সময় অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে মেলার ভেতরে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মেলার একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করা হচ্ছিল। রাতের দিকে এক ক্রেতা অতিরিক্ত মূল্য দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজনের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্রেতাকে মারধর করা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা চালায়।
হামলার সময় মেলার বিভিন্ন দোকান, লটারির প্যান্ডেল, অফিস কক্ষসহ বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মানুষ দৌড়ে মেলা এলাকা ছাড়তে গিয়ে অন্তত ২০ জন আহত হন।
পরে রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের বিরোধ সৃষ্টি হয়। পরে তা হামলা ও ভাঙচুরে রূপ নেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫