নাটোরের আম বাজারে আসছে ১৫ মে থেকে!

নাটোরে ১৫ মে থেকে বাজারে আসবে মৌসুমের গুটি আম। এরপর ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ, ২০ জুলাই আশ্বিনা ও ২০ আগস্ট গৌরমতি আম বাজারে আসবে।
১৫ মে থেকে বাজারে আসছে নাটোরের বিখ্যাত মিষ্টি আম।
কোন জাতের আম কবে আসবে:
- ১৫ মে: গুটি আম
- ২৫ মে: গোপালভোগ
- ৩০ মে: রানীপছন্দ, খিরসাপাত
- ৫ জুন: লক্ষণভোগ
- ১০ জুন: বারি-৪
- ১২ জুন: ল্যাংড়া
- ২০ জুন: মোহনভোগ, আম্রপালি
- ২৫ জুন: হাড়িভাঙা, ফজলি
- ৫ জুলাই: মল্লিকা
- ২০ জুলাই: আশ্বিনা
- ২০ আগস্ট: গৌরমতি
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- মোজাফর লিচু ২০ মে থেকে এবং বোম্বাই ও চায়না লিচু ২৭ মে থেকে বাজারে আসবে।
- এই বছর আবহাওয়ার প্রতিকূলতার কারণে আম ও লিচু কিছুটা দেরিতে এসেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫