৫ গুণ বেশি গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে গত বছরের তুলনায় ৫ গুণ বেশি ডেঙ্গু রোগী বেড়েছে। এ জন্য সবার বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত জীবনাচার পালন করতে হবে।
আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ফাইজার-ভিসিভি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত ১ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি। এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আমরা যদি গত বছরের তুলনা করি, এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচ গুণ বেশি; অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে।’
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন মহলকে যুক্ত করেছি। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা আছেন, ছাত্রছাত্রীরা আছে। তাদের মাধ্যমে এটা প্রচার করা হচ্ছে।’
জাহিদ মালেক বলেন, ‘আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করতে চাই যে আপনারা ডেঙ্গু প্রতিরোধ করার ব্যবস্থা নিন। মানে, বাসার আশপাশের আঙিনা পরিষ্কার রাখুন, নিজের ঘরে স্প্রে করুন, আশপাশে যদি জঙ্গল থাকে, সেখানে স্প্রে করুন এবং পানি বা যদি অন্য কিছু জমে থাকে, সেগুলো সরিয়ে ফেলুন।’
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫