ডেভিল হান্ট অভিযানে সুন্দরবনে দস্যুদের দুই সহযোগীসহ মোংলায় পাঁচজন আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:-
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় যৌথ বাহিনী সুন্দরবনের দস্যুদের দুই সহযোগীসহ মোংলায় পাঁচজনকে আটক করেছে। পৃথক অভিযানে কোস্টগার্ড ও পুলিশ এদের গ্রেপ্তার করে।
সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযান রোববার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা বাজার এলাকায় কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় একনালা পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন আব্দুল হাকিম গাজী (৬৮) ও হাফিজুর রহমান (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তারা সুন্দরবনের ডাকাতদের সহযোগিতা করতেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহম্মেদ জানান, আটককৃত ব্যক্তিরা সুন্দরবনের দস্যুদের সহায়তা করতেন এবং তারা সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের ‘ডেভিল হান্ট’ অভিযান চলমান থাকবে।
মোংলায় পুলিশের অভিযান অন্যদিকে, সোমবার ভোর রাতে মোংলার চাঁদপাই এলাকা থেকে পুলিশ আরও তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন দুলাল ফকির (৪০), আমজাদ মোড়ল (৪২) ও মো. হেলাল (৩০)। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, তারা একটি স্থানীয় রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন ও আশপাশের এলাকায় দস্যুতার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫